মতলব উত্তরে মেঘনা নদীতে ড্রেজার ও বাল্কহেড জব্দ, ১৫ জনের দল

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে আটক করা হয়। শনিবার ও রবিবার মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ।

মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রæপ বালু উত্তোলন করার খবর আসে। এ সময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খাঁন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে পৃথক পৃথক অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ১০জনকে মোবাইল কোর্টে প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। এছাড়া ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

নির্বাহী বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেড এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ জন ব্যাক্তিকে আটক করা হয়। এদের মধ্যে গোলাম রসূল ও মিজানুর রহমানকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং বাকী তিন জনকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

আটককৃত ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

Loading

শেয়ার করুন