মতলব উত্তরে যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
সফিকুল ইসলাম রানা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে কর্তৃক মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরন ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কায়ক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, জেলা যুবলীগের সদস্য মিল্টন সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, শেখ রাসেল ক্রীড়া সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল প্রমুখ।
অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক মূলনীতিতে অনুপ্রাণিত হয়, এমন যেকোনও যুবক ও যুব মহিলার যুবলীগের সদস্যপদ গ্রহণকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, কোনও চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানকে সদস্য পদ দেবেন না। আবেদনকারী বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি কোনও সংগঠনের সদস্য নয়, তার মানে, আপনাদের নিশ্চিত হতে হবে, কোনও অনুপ্রবেবশকারী জামায়াত-শিবির আমাদের মধ্যে ঢুকতে না পারে। ওই ব্যক্তি যেন যেকোনও ধরনের ধর্ম, বর্ণ অথবা শ্রেণি বৈষম্যের বিশ্বাসী না হয়। আপনাদের দেখতে হবে ওই ব্যক্তি যেন গণবিরোধী কোনও কর্মকাণ্ডে জড়িত না হয়। কোনও চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানদের সদস্যপদ দেবেন না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরাপত্তা ও জননিরাপত্তাবিরোধী কোনও সন্ত্রাসীকে জায়গা দেবেন না।
সাংসদ রুহুল বলেন, শুধু নামমাত্র সদস্য সংখ্যা আমাদের দরকার নাই। আমাদের দরকার আদর্শিক কর্মীবাহিনী। শুধুমাত্র গুণী ও দক্ষ সদস্য আমাদের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে যার ক্ষেত্রে দক্ষ যুবশক্তি হিসেবে নিজেদের উদ্ভাবন করতে হবে। এক্ষেত্রে নিষ্ক্রিয় কর্মীবাহিনী থেকে সক্রিয় স্মার্ট কর্মীবাহিনী সর্বদা শ্রেয়।