মতলব উত্তরে শিক্ষক নেতা বাতেনের মাতার ইন্তেকাল দাফন সম্পন্ন
সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বাতেনের মমতাময়ী মা রাজু বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।
বুধবার (২২ মে) সকাল ১০ টার সময় ঢাকাস্থ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছয় ছেলে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২২ মে) বাদ আসর হাজীপুর সম্মিলিত ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে হাজীপুর মাদ্রাসা কররস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমার সন্তানরা।
জানাজায় ইমামতি করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
জানাজায় নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রব প্রধান।
জানাজায় নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ বুলবুল, চরকালিয়া সপ্রাবি, প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, শিক্ষক নেতৃবৃন্দ’সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
প্রকাশিত : বুধ বার, ২৩ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন