মতলব উত্তর থানা পরিদর্শন করলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার
সফিকুল ইসলাম রানা :
নতুন যোগদানকৃত মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর মতলব উত্তর থানা আকষ্মিক পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে থানা পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।
সোমবার মতলব উত্তর থানা অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে সহকারী পুলিশ সুপার মতলব উত্তর থানার বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনাসহ থানার অস্ত্রাগার, মালখানা পরিদর্শন করেন।
এ ছাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. খায়রুল কবীর মতলব উত্তর থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে থানা এলাকার আশপাশের খালি জায়গা বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য দিক নিদের্শনা প্রদান করেন।
এসময় অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন’সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।