মতলব উত্তর নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা
সফিকুল ইসলাম রানা :
মতলব উত্তরের নবাগত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বুধবার (১৮ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার যোগদানের পর দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গেলে বিদ্যালয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়ের উদ্দিন, সহকারি শিক্ষক শ্যামল কুমার বাড়ৈ, জেসমিন আক্তার, আছিয়া খাতুন, মোখলেছুর রহমান, কুমকুম আক্তার, নিলুফা ইয়াসমিন, মো. নূরে আলম ও এ আর জ্যোতি’সহ আরো অনেকে।