মানবিক মানুষ হওয়া জরুরী : গোলাম হোসেন
কচুয়া প্রতিনিধি :
চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেন, জানাজার নামাজ হচ্ছে একজন মানুষের শেষ বিদায়ের শেষ আনুষ্ঠানিকতা। এই জানাজার মাধ্যমে চিরবিদায় জানানো হয়। মানুষ হওয়ার চেয়েও মানবিক ও ভাল মানুষ হওয়া জরুরি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুর কচুয়ায় মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেলওয়ের সাবেক পশ্চিমাঞ্চলের জিএম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম) সাহেবের নামাজের জানাজায় অংশ নিয়ে গোলাম হোসেন এইসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ., কচুয়া উপজেলার চেয়ারম্যান মো. শাহাজান শিশির, ৯ নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম,মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারীসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ., বলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম) ছিলেন একজন সামাজিক ব্যক্তি। নিরবে নিভৃতে সমাজ ও মানুষের জন্য কাজ করেছেন। অতীতের মতো আমরা কচুয়ার উন্নয়ন নিরবেই অব্যাহত রাখবো। বড় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এলাকাবাসী সবসময়ই আমাদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।
কচুয়া উপজেলার চেয়ারম্যান মো. শাহাজান শিশির বলেন, ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম)’র পরিবার কচুয়ার অত্যন্ত সজ্জন ও স্বনামধন্য পরিবার। এই পরিবার নিরবেই কচুয়াবাসীর জন্য সেবা করে যাচ্ছেন। যিনি মারা গেছেন তার ছোট ভাই ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু সারাদেশের অহংকার।
পরে ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম)’র নিজ বাড়ি নলুয়া মিয়াজি বাড়িতে জানাজা দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ যে, মরহুম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান ৯ নং কড়ইয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিখ্যাত কন্সট্রাকশন প্রতিষ্ঠান তমা গ্রুপের ডিরেক্টর ও বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. শাহাদাৎ হোসেন শীবলু’র শ্রদ্ধেয় বড় ভাই।মরহুম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান সাহেব গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।