যারা নির্বাচন চায় তারা কখনও সংঘাতের পথ বেছে নিতে পারে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী 

সফিকুল ইসলাম রানা :

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না। তারা আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না। শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য, দেশের জন্য।
শনিবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে।কয়েকজনকে হত্যা করেছে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে।

ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি ও পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, তেজগাঁও শিল্পাঞ্চলীয় থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়েদুল্লাহ ছিদ্দিকী কাজল, সমাজসেবক কাজী জাফর আহমেদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক নেত্রী মম আহমেদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব পৌর প্যানেল মেয়র বুলবুল চৌধুরী, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ছেংগারচর পৌর কাউন্সিলর সবুজ মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।

প্রতিমন্ত্রী আরো বলেন, মতলব গজরিয়া ব্রিজ এটি একটি যুগান্তরকারী ইতিহাস।বিগত ৫০ বছরের চেষ্টার ফসল।৪ হাজার কোটি টাকা ব্যায়ে ৪লেন বিশিষ্ট এই ব্রীজ চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন এই ব্রীজের সুফল পাবে।এসব অঞ্চলের মানুষ রাজধানী ঢাকার সাথে তাদের দুরত্ব কমে আসবে ৫২ কিলোমিটার। এই ব্রীজের কারনে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আমরা আশা করি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি বিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। যারা নির্বাচন চায় তারা কখনও এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

Loading

শেয়ার করুন