যে সব কীটপতঙ্গ মারাত্মক রোগ ছড়ায়
হাকীম মিজানুর রহমান :
আমাদের দেশে এমন কিছু কীটপতঙ্গ আছে, যারা মারাত্মক রোগ জীবাণুবাহক। এরা মানুষকে দংশন করে মানুষের দেহে নানারকম রোগজীবাণুর সংমিশ্রণ ঘটায়। এতে নানাপ্রকার রোগের সৃষ্টি হয়ে থাকে। তাই আসুন আমরা এসব মারাত্মক কীটপতঙ্গ ও জীবাণু সম্পর্কে জেনে নিন এবং সাবধানে থাকি।
এক. উকুন : উকুন অপরিচ্ছন্ন মানুষের চুলের মধ্যে বাধা বাঁধে। উকুন দ্বারা টাইফাস, পৌনঃপুনিক জ¦র এবং ট্রেঞ্চ জ¦র সংক্রমিত হয়। তাই সব সময় চুল পরিস্কার-পরিচ্ছন্ন রাখলে উকুন হয় না। এজন্য প্রতিদিন গোসলের পর চুল আঁচড়ান প্রয়োজন।
দুই. মাছি : বিভিন্ন ধরনের রোগীর মলমূত্র, থুথু প্রভৃতি থেকে মাছি রোগ জীবাণু বহন করে খোলাখাদ্য ও পানীয়কে কলুষিত করে। সুস্থ মানুষ এ দূষিত খাদ্য গ্রহণ করে টাইফয়েড, ডিপথেরিয়া, আমাশয়, কলেরা, য²া প্রভৃতি রোগে আক্রান্ত হয়।
তিন. উপ-মক্ষিকা : এরা ক্ষুদ্র জাতের মাছি। এটা পাস্তরেলা পেস্টিস নামের প্লেগ জীবাণুর বাহক। এ জীবাণুর জীবন-বৃত্তান্ত দু’ভাগে বিভক্ত। প্রথম পর্যায়ে উপ-মক্ষিকার দেহে পুষ্টি লাভ করে। দ্বিতীয় পর্যায়ে ইঁদুর বা মানুষের দেহের রক্তে বেড়ে ওঠে। ইঁদুর প্লেগের জীবাণু মানুষের দেহে সংক্রমণ করে এই সংক্রামক রোগের কারণ ঘটায়।
চার. বালু মক্ষিকা : এটা আরো ক্ষুদ্রতর মাছি। পল্লীগ্রামে সন্ধার সময় এরা চারদিকে উড়ে বেড়ায় ও সুবিধা পেলেই মানুষকে দংশন করে। এদের দংশনে কালাজ¦র হয়।
পাঁচ. মশা : তিন প্রকার মশা দ্বারা তিন প্রকারের রোগ বিস্তার লাভ করে। স্ত্রী অ্যানেফিলিস মশার দ্বারা ম্যালেরিয়া, কিউলেক্স মশার দ্বারা ফাইলেরিয়া এবং ইডিস বা স্টেগোমাইয়া মশার দ্বারা ডেঙ্গু ও শীত জ¦র হয়।
ছয়. আরশোলা : এর অঙ্গে অনেক সময় আমাশয়ের জীবাণু অ্যামিবা লেগে থাকে। কাজেই খাদ্যের উপর আরশোলা বসলে তা জীবাণু দুষ্ট হয়।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : 01762-240650
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
আরো পড়ুন : হাঁপানির চিকিৎসা
আরো পড়ুন : অর্শ বা পাইলস হলে কী করবেন ?
আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা
আরো পড়ুন : মলদ্বার দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসা