রামপুর বাজারে আগুনে পুড়ে ৭ দোকান ছাই

নিউজ ডেস্ক : হাজীগঞ্জের রামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে বেশিরভাগ মুদি দোকান, স্বর্ণের দোকান ও ফলের দোকান ছিলো।

ক্ষতিগ্রস্তরা হলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ খোকন, অরুণ কর্মকার, মো. সেলিম, মো. ফখরুল ইসলাম, হরি কর্মকার ও মোহাম্মদ সোহেল।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক জানান, ভোররাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বাজারে অগ্নিকান্ড ঘটে। এতে করে রামপুর বাজারে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ জানান, খবর পেয়ে হাজীগঞ্জ সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রকাশিত :   বৃহস্পতি বার,  ১৬  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন