লিউকোরিয়া বা শ্বেতপ্রদর এর কারণ ও প্রতিকার

আমাদের মা-বোন-মেয়েরা এসব রোগ হলে কারও কাছে বলতে চায় না। লুকিয়ে রাখতে চায়। কিন্তু এসব রোগে ভুগতে ভুগতে যখন শেষ পর্যায়ে চলে যায় তখন তাদের স্বাস্থ্যগত দিকটা অনেক খা’রাপের দিকে চলে যায়। তাই এসব রোগ হলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং দ্রুত চিকিৎসা নিবেন।

শ্বেতপ্রদর স্ত্রী যৌনাঙ্গের একটি উপসর্গ। মাসিক ঋতুস্রাব ব্যতীত যে কোনও বয়সে স্ত্রীদের যোনিপথে গাঢ় সাদা আঠালো তরল পদার্থ নির্গত হওয়াকে সায়লানুর রেহেম বা শ্বেতপ্রদর বলা হয়। বয়স ভেদে এ রোগ কয়েক প্রকার হতে পারে।

১. অল্প বয়সে শ্বেতপ্রদর : সাধারণত পেটের ক্রিয়া খারাপ হওয়া, তীব্র ও ঊষ্ণ প্রস্রাব এবং জরায়ুতে চুলকানি ইত্যাদি কারণে অল্প বয়সে শ্বেতপ্রদর হতে পারে।

২. কুমারী বা অবিবাহিত মেয়েদের শ্বেতপ্রদর : সাধারণত দুঃখ-কষ্ট, ভয় এবং দুর্বলতার কারণে হায়েজের পূর্বে শ্বেতপ্রদর দেখা দেয়।

৩. বিবাহিত বা জন্মদাত্রির শ্বেতপ্রদর : সাধারণত জরায়ুর চুলকানি, ক্ষত বা ফাটা এবং পুরাতন গনোরিয়ার কারণে শ্বেতপ্রদর হয়ে থাকে।

৪. নবাবিবাহিত নারীদের শ্বেতপ্রদর : এ ধরনের শ্বেতপ্রদর সাধারণত জরায়ু প্রদাহ হতে সৃষ্টি হতে পারে।

৫. বৃদ্ধদের শ্বেতপ্রদর : এ ধরনের শ্বেতপ্রদর সাধারণত জরায়ুর ক্যান্সার, অর্বুদ (টিউমার) ও প্রদাহের কারণে হয়ে থাকে।

শ্বেতপ্রদর-এর রস নিঃসরণ স্থানভেদে কয়েকপ্রকার হয়ে থাকে :
১. যোনিদ্বারের প্রদর বা সায়লানে ফরজী : এতে যোনিদ্বারের বাহ্যিক অংশ হতে রস নিঃসরণ হয়ে থাকে।

২. যোনিপথের প্রদর বা সায়লানে মাহবেলী : এতে যোনিপথের অভ্যন্তরীন অংশ হতে রস নির্গত হয়।

৩. জরায়ুর ঘায়ের প্রদর বা সায়লানে অনুকী : এতে জরায়ুর ঘার বা মুখ হতে রস নির্গত হয়ে থাকে।

৪. জরায়ুর প্রদর বা সায়লানে রেহেমী : এতে জরায়ু হতে সরাসরি রস নির্গত হয়ে থাকে।

কারণ :
শ্বেতপ্রদর সাধারণত জরায়ু এবং তার পার্শ্ববর্তী অঙ্গসমূহের কারণে সৃষ্টি হয়ে থাকে। যৌবন প্রাপ্ত হওয়া অর্থাৎ গর্ভ ও ঋতুস্রাবের পূর্বাবস্থা, জরায়ু, যোনিদ্বার ও ডিম্বকোষের এস্তেকা, অর্বুদ, ফোড়া, প্রদাহ, ফুসকুড়ি, পূঁজ ও অর্শের কারণে এবং রক্তহীনতা, যক্ষা, ক্রোনিক নেফ্রাইটিজ ও সাধারণ দুর্বলতা ইত্যাদি কারণে শ্বেতপ্রদর হয়ে থাকে। সিফিলিস, গনোরিয়ার জীবাণু দ্বারা সারভিস্ক ও ভ্যাজাইনা আক্রান্ত হওয়া, সন্ধিবাত, দুঃখ-কষ্ট, রাগ-ক্ষোভ, ভয়-ভীতি ইত্যাদি কারণে শ্বেতপ্রদর হয়ে থাকে।

ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক জীবাণু দ্বারা ভ্যাজাইনা আক্রান্ত হওয়া, ভ্যাজাইনাটিস বা অধিক বয়স্কদের ভ্যাজাইনার প্রদাহ, প্রোলাপস বা গর্ভপাতের জন্য পেশারী ও কড়া এন্টিসেপটিক লোসন ও গর্ভনিরোধ বড়ি এবং ডুস দেওয়াজনিত ভ্যাজাইনার প্রদাহ, আখলাত বা ধাতুরস বৃৃৃৃৃৃৃদ্ধির কারণে এবং অল্প বয়সে বিবাহ, অত্যাধিক সহবাস ইত্যাদি কারণে শ্বেতপ্রদর হয়ে থাকে।

লক্ষণ বা আলামতসমূহ :
সাধারণত পাতলা এবং গাঢ় হলুদ বা সাদা বর্ণের পূঁজের মতো রস নির্গত হয়ে থাকে। যোনিপথ চুলকায়, মুখমন্ডল হলুদ বর্ণ হয়, দেহ দুর্বল ও অলস হয়ে থাকে। কোমর, ঊরুদেশ এবং মাথা ব্যথা হয়। হাতপা জ¦ালাপোড়া করে। পরিপাকশক্তি দুর্বল হয়ে কখনও কোষ্ঠ ও দাস্ত দেখা দেয়। প্র¯্রাবের বেগ বার বার ও অনিয়মিত হয়। মিযাজ খিটখিটে হয় এবং স্থানভেদে স্রাব বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন-
১. যোনিদ্বার থেকে নির্গত হলে স্রাব পিচ্ছিল, সাদা এবং সামান্য চিকচিকে ভাব ও গন্ধযুক্ত হয়।

২. জরায়ু হতে নির্গত হলে ডিমের শ্বেতাংশের মতো হয় এবং কোন কোন সময় হলুদ হয়ে থাকে।

৩. যদি জরায়ু ঘার হতে স্রাব নির্গত হয় তবে পরিস্কার লবণাক্ত ডিমের শ্বেতাংশের মতো হয়। জরায়ু রসের চেয়ে জরায়ু ঘারের রস বেশি পিচ্ছিল হয়। এ ধরনের স্রাব সন্তান জন্মদাত্রীদের বেশি দেখা যায়।

৪. ক্যান্সারের কারণে হলে প্রথমে স্রাব পানির মতো তরণ এবং পর্যাপ্ত পরিমাণে নির্গত হয়। অতপর মাংস ধোয়া পানির মতো লাল বর্ণ ধারণ করে।

৫. জরায়ুতে ফোড়া বা দানার কারণে হলে স্রাবের পরিমাণ কম হয়। যন্ত্রণা ও চুলকানির কারণে অস্থির হয়ে যায়।

৬. গনোরিয়ার কারণে হলে স্রাব গাঢ় হয় এবং পূঁজ মিশ্রিত ও দুর্গন্ধযুক্ত হয়। এ ছাড়া রোগিনীর জরায়ু ও বস্তিদেশে ব্যথা অনুভব হয়।

৭. অর্শের কারণে হলে বলি দেখা যায় এবং স্রাবের রং লাল বা কালো হয়ে থাকে।

৮. জরায়ু থেকে স্রাব নিঃসরণ হলে স্রাব পর্যাপ্ত পরিমাণে বের হয় এবং কোনও জ্বালা যন্ত্রণা হয় না।

প্রতিকার

*হাইজিন মানে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা সবচেয়ে বড় প্রতিকারের উপায়।
*বেশি করে পানি খেতে হবে
*প্রতিবার প্রস্রাবের পরে জায়গাটা ভালোমতো ধুয়ে নিতে হবে
*শুকনা রাখতে হবে
*ভিজা রাখা যাবে না
*ছত্রাক সংক্রমণ এ লিউকোরিয়া তৈরি করে। যেমন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ১৫ থেকে ৪৫ বয়সি নারীদের মধ্যে সবচেয়ে বেশি ঘটে।

ক্যান্ডিডিয়াসিস
ছত্রাকের সংক্রমণ এর জন্য হয়

ট্রাইকোমোনিয়াসিস
বিভিন্ন ধরনের কারণেই এ সংক্রমণ হতে পারে
সংক্রমণ প্রতিরোধ করার জন্য জীবনধারা পরিবর্তন আনতে হবে
সুতি কাপড় পড়তে হবে। সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে। পুষ্টিকর খাবার সঙ্গে একটু হাঁটা। হালকা ব্যায়াম করতে হবে।

বিস্তারিত জানিয়ে চিকিৎসকের সাথে কথা বলতে হবে এবং অবস্থা অনুসারে চিকিৎসা নিতে হবে।

সরকারি নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসক।

গভ. রেজি নং ৩৫৪৬/ এ

হাকীম মো. মিজানুর রহমান

(বিএসএস, ডিইউএমএস)
ইবনে সিনা হেলথ কেয়ার, হাজীগঞ্জ, চাঁদপুর।
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : »(ইমো/হোয়াটস অ্যাপ)

(চিকিৎসক) :  01762240650 

মুঠোফোন : 01960288007 

(সকাল দশটা থেকে বিকেল ৫টা)

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

প্রকাশিত : মঙ্গল বার,  ১১  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন