শাহরাস্তিতে গাঁজাসহ মহিলা গ্রেফতার
মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে ২ কেজি গাঁজাসহ জেসমিন আক্তার (৩০) নামে নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় অফিসার ও ফোর্স শাহরাস্তি থানার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা ভাবনা বাড়ি হতে রাজাখাঁ সড়কের পোড়া বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের বানিয়া বাড়ির শাহ আলমের স্ত্রী জেসমিন আক্তারকে (৩০) তার হেফাজতে থাকা ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতার নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়