শাহরাস্তিতে চেয়ারম্যান মকবুল, ভাইস চেয়ারম্যান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা

মোঃ কামরুজ্জামান সেন্টু : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

জানা যায়, উপজেলার ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ৬৫ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী ৩২হাজার ৬৮৯ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ওমর ফারুক রুমি আনারস প্রতীকে পেয়েছেন ২৬হাজার ৮৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ইমদাদুল হক মিলন (চশমা) প্রতিক নিয়ে ২২ হাজার ৮৪৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ ইরান (উড়োজাহাজ) প্রতিকে ১৯ হাজার ৬৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার (প্রজাপতি) প্রতিকে ২১ হাজার ১৩৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার পেয়েছেন ১৫ হাজার ৯৬৭ ভোট

মঙ্গলবার ২১ মে রাতে শাহরাস্তি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশেন কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত।
জানা যায়, নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ৫৮ হাজার ৯৯০, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার।

প্রকাশিত :  মঙ্গল বার,  ২২  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন