শাহরাস্তিতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে ইমাম আটক

মোঃ কামরুজ্জামান সেন্টু,  মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  :  চাঁদপুরের শাহরাস্তিতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে এক ইমামকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, ওই তরুণী (২৩) বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের গ্রামের এক মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমান (২৯) গত বছরের কোনো এক সময় এ ধর্ষণকাণ্ড ঘটান। গত ২০ ফেব্রুয়ারি ভুক্তভোগী মৃত কন্যা সন্তান প্রসব করেন। এতে সমালোচনার মুখে পড়েন পরিবারটি। মেয়ে গর্ভবতী হওয়ার পর কারণ খুঁজতে থাকে পরিবারটি। একপর্যায়ে মেয়ের কাছ থেকে ইমাম ইলিয়াসের নাম জানেন তার মা।

এরপর ইমাম ইলিয়াসকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯ (১) তৎসহ ৩১৩/৩১৫ পেনাল কোডে মামলা করেন ভুক্তভোগীর মা। যার নং-৫, তাং-০৮/০৩/২৪ইং। পরবর্তীতে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সোমবার রাতে অভিযুক্ত ইলিয়াসকে আটক করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, আটককৃত ইলিয়াছুর রহমান উপজেলার চন্ডিপুর গ্রামের হীরার বাড়ির মৃত সামছুল হকের পুত্র।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন