শাহরাস্তিতে ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফখরুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় শাহজাহানপুর এলাকা থেকে ফখরুল ইসলাম রাজুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে আদালতের ৬ টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক রয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আসামির বিরুদ্ধে ৬ টি মামলায় আদালতের সাজা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, আটককৃত ফখরুল ইসলাম রাজু উপজেলার রাঢ়া রাজাপুর গ্রামের তোজাম্মেল হকের পুত্র।
প্রকাশিত : শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন