সস্ত্রীক ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর প্রতিনিধি :
পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওয়ানা হয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল। তার স্ত্রীও সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন।
শবিবার (৬ মে) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।
তিনি পবিত্র ওমরা হজ্ব পালন শেষে আগামী ১৩ মে শনিবার ঢাকায় এসে পৌঁছাবেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্খীদের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি সহ তার স্ত্রী যাতে সঠিক ভাবে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।