সাংবাদিকের মনিরের চাচীর মৃত্যু : মতলব উত্তর প্রেসক্লাবের শোক
সফিকুল ইসলাম রানা :
মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের চাচী সাফিয়া বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের দর্জি বাড়িতে তিনি মারা যান। উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন তিনি।
সাংবাদিক মনিরুল ইসলাম মনির তার চাচীর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
সাফিয়া বেগম মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী গ্রামের মো. ওবায়েদ উল্লাহ দর্জির সহধর্মিণী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার জোহর নামাজের পর পূর্ব নাউরী কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের চাচী সাফিয়া বেগমের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে মতলব উত্তর প্রেসক্লাব। ক্লাবের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানার স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, সহকর্মীর মামির মৃত্যুতে মতলব উত্তর প্রেসক্লাব পরিবার গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম’সহ অন্যান্য সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।