হাইমচরের মেঘনায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

সাহেদ হোসেন দিপু : চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫টি চিংড়ি পোনা নিধনকারী পুশ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর চর ভৈরবী এলাকার টুমাচরসহ অন্যান্য চরে ও খালে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫ টি চিংড়ি পোনা নিধনকারী পুশ নেট জব্দ করা হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, জব্দকৃত জাল ও চাঁই হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার অনুমতি ক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ ও রেনু পোনা রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত :  শুক্র  বার,  ১৭  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন