হাইমচরে “জাতীয় নদীভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম দিবস” ঘোষণার দাবীতে আলোচনা সভা
হাইমচর প্রতিনিধি :
“সবাই মিলে চেষ্টা করি, স্বপ্নের হাইমচর গড়ে তুলি” এই স্লোগান কে ধারণ করে মেঘনার ভাঙ্গন প্রতিরোধে হাইমচরবাসীর সম্মিলিত লড়াইয়ের দিন ১৯৮৮ সালের ২০ আগস্ট কে “জাতীয় নদীভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম দিবস” ঘোষণার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট শনিবার বিকেলে চাঁদপুরে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান শিকদার, চাঁদপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক প্রমুখ।
আরোও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক বাবুল, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মশিউর রহমান খোকন।
সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২০ আগস্ট চাঁদপুরের হাইমচর উপজেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নদী ভাঙন হয়েছিল। সেদিন হাইমচরের হাজার হাজার মানুষ নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছিলেন। এরপর থেকেই চাঁদপুরসহ সারা দেশে একযোগে নদী ভাঙন প্রতিরোধে সংগ্রাম শুরু হয়েছিল। যার ফলশ্রুতিতে চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
ওই দিনটিকে স্মরণে রেখে এখন থেকে ২০ আগস্টকে জাতীয়ভাবে নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস ঘোষণার দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও খেলাধুলা শিক্ষক সুধীর বরণ মাঝি, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি বিএম ইসমাইল হোসেন, উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।