হাইমচরে বেড়াতে এসে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
হাইমচর প্রতিনিধি :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা মহজমপুর গ্রামে ঢাকা থেকে বেড়াতে এসে মোঃ সালমান হোসেন নামে ৪( চার) বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে,
পারিবারিক সুত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর বিকেল তিনটায় বাবা মায়ের সাথে আত্মীয়র বাসায় বেড়াতে আসে শিশু সামলমান, শিশুটির মা তাদের আত্মীয়দের সাথে কথাবার্তা আলাপ চারিতা করতে থাকে। এদিকে শিশুটি বাড়ির কাছের এক পুকুরের পাড়ে অন্য শিশুদের সাথে খেলাধুলা করতে থাকার এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়।
শিশুটির মা সালমানকে না দেখে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে আশপাশের মানুষজন ও আত্মীয়-স্বজন মিলে শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
আলগী উত্তর ইউনিয়নের ( হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন) মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা মোঃ জসিম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
শিশু সালমানের মায়ের ক্রন্দনে আসপাশের বাতাস ভারি হয়ে গেছে এবং তার আত্মীয় স্বজনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুটির পিতা জসিম বলেন, আমার ছেলে ছিল আমাদের পরিবারের সকলের চোখের মণি। তাকে আমরা এভাবে হারিয়ে ফেলবো তা ভাবতে পারিনি। ছেলে হারানোর শোক আমি সইবো কিভাবে।