হাজীগঞ্জে পাঁচ মিনিটের ঝড়ে ২০টি বসতঘর ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০২৩, ২৩:১২
চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ মিনিটের ঝড়ে ২০টি বসতঘর তছনছ ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৭ মার্চ) বিকাল ৩টার দিকে পৌর এলাকার রান্ধুনীমুড়া, আড়াখাল ও বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে এ ঘটনা ঘটে।

ঝড়ের সময় শতাধিক গাছপালা সড়কে ও বিভিন্ন স্থানে ভেঙে পড়ে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলো হলো- রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ি জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ির মঠ মসজিদ। এ ছাড়া উপজেলার রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ির জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারি বাড়ির মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ির সোহেল, জমিরা বাড়ির শুকুর আলী, রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ অন্যদের ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

পৌর কাউন্সিলর শাহ আলম ও রায়চোঁ গ্রামের ইউপি সদস্য আবদুর রশিদ জানান, মাত্র পাঁচ মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে। ২০টি বসতঘর তছনছ হয়ে গেছে। ওই সময় তিনটি মসজিদের টিনের চাল ও বেড়া উড়ে গেছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ারদার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে নেওয়া হয়েছে। এখন আর কোনও ধরনের প্রতিবন্ধকতা নেই।

Loading

শেয়ার করুন