হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে হোটেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
মিজানুর রহমান রানা : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার গাউছিয়া হাইওয়ে হোটেলের ইফতারী সামগ্রী বিক্রিতে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই সাথে নিম্নমানের মাঠা বিক্রয়ের কারণে মানুষের পেটের অসুখে আক্রান্তেরও খবর পাওয়া গেছে।
জানা যায়, গত ২৩ মার্চ হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকার একজন রোজাদার হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে হোটেলে হট ডগ, জিলাপি, মাঠা ও ভেজিটেবল সহ প্রায় ৭০০ টাকার ইফতারী সামগ্রী ক্রয় করেন। তিনি বাড়ি ফিরে এসে ইফতারের পূর্ব মুহূর্তে দেখেন তারা তাকে এক প্রকার ইফতার সামগ্রী কম দিয়েছে। ওই ইফতার সামগ্রী ৭৫ টাকা মূল্যের।
তিনি বলেন, আসলে পরিবারের চাহিদার প্রেক্ষিতে ওইদিন বাসায় ইফতারি না বানিয়ে হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে হোটেলের ইফতারী সামগ্রী ক্রয় করে আনি। কিন্তু ইফতারির পূর্বে দেখা যায় এক প্রকার ইফতার সামগ্রী কম দিয়েছে। এখন আমাদের এখান থেকে হাজীগঞ্জ আসা যাওয়ার ভাড়া হচ্ছে ৫০ টাকা। ৭৫ টাকার ইফতার সামগ্রী আনতে গিয়ে আমাকে ভাড়া ব্যয় করতে হবে ৫০ টাকা। তাছাড়া এখন সময়ও কম, ওই বাকি ইফতারি আনতে গিয়ে আযানও হয়ে যাবে। এ ব্যাপারে পরিবারের সদস্যদের অসন্তোষও কাজ করছে।
পরবর্তীতে ওই ইফতারীর সামগ্রীর মধ্যে থাকা মাঠা খেয়ে পরিবারের লোকজন ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়।
ভুক্তভোগীরা জানায়, হাজীগঞ্জ গাউছিয়ার হাইওয়ে হোটেলের মাঠা খেয়ে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে তাদেরকে কয়েকদিন চিকিৎসা নিতে হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে গাউছিয়ার হোটেলের মোবাইল নাম্বার ০১৮১১৯১৮৫০৩ টি বন্ধ পাওয়া যায়।
মানুষকে ইফতারি ক্রয় নিয়ে ঠকানো ওই হোটেলের বিরুদ্ধে এ ব্যাপারে প্রশাসনের আইনানুগ হস্তক্ষেপ কামনা করছেন তারা।
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন