হাজীগঞ্জ পালিশারা আশান স্বাস্থ্যসেবাকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়
কচুয়া প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (১৪ আগস্ট) চাঁদপুর- হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নে আশা পালিশারা স্বাস্থ্যসেবাকেন্দ্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও ১৫ আগষ্টে সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন,আশা রিজিওনাল ম্যানেজার মোঃ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা পালিশারা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র পাল, ভাউরপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা রায়হান হোসাইন। এছাড়াও স্থানীয় মেম্বার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পালিশারা স্বাস্থ্যসেবাকেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম, স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ওজন পরিমাপসহ, রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা শেষে তাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।