২৯ তারিখ আমাকে নির্বাচিত করুন, আমৃত্যু আপনাদের সেবা করবো: খাজে আহমেদ
মোঃ আনিছুর রহমান সুজন : গতকাল ১৫ মে বুধবার বিকালে ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় মাঠে চিংড় প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী খাজে আহমেদ মজুমদার বলেছেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে। এই পর্যন্ত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন আপনাদের দরজায় এসে দাঁড়িয়েছি ভোটের জন্য।
আগামী ২৯মে অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে উন্নয়নের গতিপ্রবাহকে আরো বেগবান করার চেষ্টা করবো।
সরকার গ্রাম হবে শহর এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এক সময়ে পিছিয়ে পড়া ফরিদগঞ্জ উপজেলা ক্রমশ: উন্নয়নের ছোঁয়া পরিবর্তিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশের জন্য আমাদেরকে উন্নয়নের আরো বহুদূর যেতে হবে। মনে রাখতে হবে সম্মন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সেই উন্নয়ন সম্ভব। আপনারা আমাকে মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে অবশ্যই আপনাদের দেয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো।
সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও ফয়সাল হোসেন আসিফ এর সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন পাটওয়ারী, আনোয়ার হোসেন যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।
প্রকাশিত : বৃহস্পতি বার, ১৬ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন