চাঁদপুরে ইয়াবা সম্রাজ্ঞী মরিয়াম মিশরী ধরা পড়লো পুলিশের হাতে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুর শহরে পুলিশের অভিযানে ইয়াবাসহ মরিয়ম মিশরীকে আটক করেছে সদর মডেল থানা। জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ ছৈয়াল বাড়ি সড়কের প্রাথমিক শিক্ষক সমিতির বহুতল ভবনের ৭ম তলায় অভিযান পরিচালনা করে।

সদর মডেল থানার এসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের টিমটি এ বাসায় তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় চাঁদপুরের আলোচিত নারী মাদক ব্যবসায়ী মরিয়ম মিশরীকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মরিয়ম মিশরী বাসা থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের বুদ্ধিমত্তায় সে আটক হয়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিশরী জানায়, সে টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চাঁদপুরে বেশি দামে পাইকারি বিক্রি করতো। এই মাদকই ছিলো তার প্রধান আয়ের উৎস।
পুলিশ জানায়, এটাই তার প্রথম অপরাধ নয়। এর আগেও চট্টগ্রামে ২০ হাজার পিচ ইয়াবাসহ তার সহযোগী তিনজন ধরা পড়েছিল। জেল থেকে বেরিয়ে মিশরী ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এছাড়া মিশরীর বিরুদ্ধে চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ আরো জানায়, একসময় চাঁদপুরে মিশরী ছিলো এক জনপ্রিয় মুখ, মিষ্টভাষী, সুন্দরী। কিন্তু সেই মুখোশের আড়ালেই লুকিয়ে ছিলো এক অন্ধকার জগতের গল্প।
মডেল থানা পুলিশ জানায়, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, মাদক বিরোধী অভিযান আমাদের নিত্যদিনের কার্যক্রম। এটি অব্যাহত থাকবে।
শনিবার, ১১ অক্টোবর ২০২৫

