ফরিদগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকের মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :  অস্বাভাবিক বিল, অসহনীয় লোডশেডিংসহ নানা অভিযোগে চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে।

রোববার (৩০ জুন) দুপুরে চাঁদপুরÑফরিদগঞ্জ-ল²ীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ভুক্তভোগিরা মানববন্ধন করেছে। এসময় সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গড়ে যেখানে বিদ্যুত বিল ৭০০/৮০০ টাকা হওয়ার কথা সেখানে বিদ্যুৎ বিল ২ থেকে ৩ হাজার পর্যন্ত বিল করা হয়েছে এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকরা মানববন্ধন করে।
পল্লীবিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ১লক্ষ ৫হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুৎ বিভাগের মতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে তাদের। লোকবল কম থাকায় মিটার রিডিংয়ের গড় মিলের সত্যতা স্বীকার করে জানান, এ সপ্তাহে ১২ জন মিটার রিডার কাম ম্যাসেনজার যোগদান করেছে । আশা করছি এ সমস্যা আর হবে না।

বিদ্যুৎ গ্রাহক ইলিয়াস কাঞ্চন, মো. রাশেদ আলম, রাব্বি, সাব্বির, রাব্বি সওদাগর, মনির হোসেনসহ লোকজন জানায়, দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পেয়ে থাকেন। ভয়াবহ লোডশেডিং হলেও গত কয়েকমাস ধরে বিদ্যুৎ বিলের পরিমানও মাত্রারিক্ত বেড়েছে। মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে মনগড়া বিল তৈরি করছেন।

ফরিদগঞ্জ পল্লীবদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, চলতি সপ্তাহে ১২জন মিটার রিডার যোগদান করেছে। বিলের সমস্যাগুলো আশা করি আর থাকবে না।

প্রকাশিত :  রোববার,  ৩০  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

Loading

শেয়ার করুন