ফরিদগঞ্জে ৩১ দফার পক্ষে মো. হুমায়ুন কবিরের লিফলেট প্রচার

ফরিদগঞ্জ প্রতিনিধঃ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো হুমায়ুন কবির বেপারীর পক্ষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ।

শুক্রবার ১০অক্টোবর বিকেল গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজারে নেতাকর্মীদের নিয়ে বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন, চাঁদপুর শহর সাংস্কৃতিক দলের সদস্য সচিব আলমগীর হোসেন,উপজেলা সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি মো কামাল হোসেন, সাধারণ সম্পাদক নজির আলী খান,মোঃ মূসা গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মুজাম্মেল হোসেন বাপ্পি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আশা করি তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন। সেই সাথে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীরা আহ্বান জানান ।
সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে ধানের শীষের মনোনয়ন দিবে বলে বক্তব্যে বলেন নেতা কর্মীরা।
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

