মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় মেধাবী ছাত্রর মৃত্যু : আটক ২

নিউজ ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন জহিরুল হিমেল। হিমেল মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হাওলাদারের ছোট ছেলে। বুধবার ১৯ জুন রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেল ধাক্কায় সে নিহত হয়। হিমেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার ট্যাকনোলজির মেধাবী ছাত্র ছিল।দুই ভাইয়ের মধ্যে সে ছোট। পিতা-মাতা, ভাই ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বুধবার ১৯ জুন রাত আনুমানিক ৯ টার দিকে তার বাড়ি সংলগ্ন মেঘনা ধনাগোদা বেরীবাধের রাস্তায় দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিল। এমন সময় এখলাছপুর থেকে মোহনপুরমুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে জহিরুল হিমেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক মোটরসাইকেল চালক ও আরোহী দুইজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ইয়াছিন (২২) ও আইঠাদি মাথাভাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহুল (২২)।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার(২০ জুন) বাদ জোহর জানাজায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সে দুই ভাইয়ের মধ্যে ছোট। পিতা-মাতা, ভাই ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এসময় মরহুমের পিতা জাহাঙ্গীর আলম হাওলাদার বক্তব্য দেন।

হিমেলের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, চাঁদপুর -২ আসনের সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক, দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলার রিয়াজুল হাসান রিয়াজ, আওয়মীলীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, আওয়ামীলীগের উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইন্জি. ফখরুল ইসলাম রনি প্রমুখ।

জহিরুলের মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত ঢাকা থেকে হাসপাতালে চলে আসেন চাঁদপুর-২ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। দীর্ঘক্ষন হাসপাতালে থাকারপর বাড়িতেও অবস্থান করেন। তিনি শোক বার্তায় জহিরুল হাওলাদারের অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আরো শোক প্রকাশ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুর্বণা চৌধুরী বিনা, আওয়মীলীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা।

প্রকাশিত :  বৃহস্পতি বার,  ২০  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন