মতলব উত্তরে খাল থেকে প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাবাজ কান্দি গ্রামের মীর বাড়ি সংলগ্ন পানি নিষ্কাশন খাল থেকে ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ২৫ বছর বয়সের এক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করেছে মতলব উত্তর থানার পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদ কান্দি গ্রামের প্রবাসী সফিক বেপারী, মাতা কামরুন্নাহার খুকীর মানসিক প্রতিবন্ধী ছেলে রকিবুল ইসলাম (২৫) তিনি ০৯ অক্টোবর বৃহস্পতিবার শেষ বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোজ হওয়া সফিক কে খুজে না পাওয়ার এলাকায় মাইকিং করে দেয়া হয়। পর দিন সকালে ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মীর বাড়ি সংলগ্ন পানি নিষ্কাশন খালে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাসের সুরতহাল করে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রধান করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক। তিনি বলেন, যেহেতু মৃত ব্যাক্তি একজন অসহায় প্রতিবন্ধী লোক, তার বিরুদ্ধে কোন রকমের অভিযোগ নাই এবং এলাকাবাসীর দাবী বিনা ময়নাতদন্তে মৃতের লাশ দাফনের সুযোগ করে দেয়া।
সে জন্য মানবিক কারণে লাশ দাফনের অনুমতি প্রধান করেছি। অস্বাভাবিক ভাবে যাতে কোন মানুষ মৃত্যু বরন না করে সে ব্যাপারে সকলের সোচ্চার থাকার আহবান জানান তিনি। প্রতিবন্ধী ছেলের মৃত্যুর খবর পেয়ে মা কামরুন্নাহার খুকী ঘটনাস্থল ছেলের লাশ দেখে মা আহাজারি করছে আর বার বার অজ্ঞান হয়ে যায়।
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

