মতলব উত্তরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা, স্বামী আটক

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাকান্দা খাঁন বাড়িতে এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল অনুমান ৭টা ৩০ মিনিটের দিকে নিজ বসতঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন দুলালী বেগম (২৮)। নিহত দুলালী বেগমের বাড়ি মতলব উত্তর থানার ছেংগারচর পৌরসভার কলাকান্দা খাঁন বাড়ি এলাকায়। তিনি স্থানীয় ইদ্রীস সরকারের মেয়ে।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দুলালী বেগমের সঙ্গে একই এলাকার হানিফ খানের ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। দম্পতির দুই সন্তান রয়েছে। সম্প্রতি দুলালীর সঙ্গে ফেসবুকে এক ব্যক্তির বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের মধ্যে মেসেঞ্জারে নিয়মিত চ্যাটিং ও ছবি আদান-প্রদান হতো।

কিছুদিন আগে দুলালীর মোবাইল ফোন নষ্ট হলে সেটি সার্ভিসিংয়ের জন্য স্বামী হানিফের কাছে দেন। মোবাইল ঠিক হওয়ার পর ফোনটি চালু করে হানিফ ফেসবুকের ইনবক্সে স্ত্রীর ওই কথোপকথন ও ছবি দেখতে পান। এরপর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে উভয় পরিবারের সদস্যরা বৈঠকে বসে তাদের মধ্যে মীমাংসা করেন। কিন্তু শনিবার সকালে স্বামী হানিফ দোকানে চলে যাওয়ার পর দুলালী ফোনে স্বামীকে জানায়, তোমার এলাকার লোকজন আমাকে নিয়ে বাজে কথা বলছে, আমি গলায় ফাঁসি দেব। স্বামী তাকে নিরুৎসাহিত করে দ্রুত পরিবারের লোকজনকে জানালে তারা দুলালীর ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে নামিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী হানিফ খান (৪০) কে আটক করেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন