‘মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি’

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, কোন গুজবে কান দিবেন না। দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন। আমরা সবাই দলের কর্মী, দল যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নিবো। মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে কিন্তু দল যাকে মনোনয়ন দিবে সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নীতিনির্ধারণী মহল নিবিড় ভাবে মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত এ মূল্যায়ন চলবে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর -৫ নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, বর্তমান সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে। আমরা কারো অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে কান দিবো না। জনগণ আমাদের শক্তি ও ভরসার জায়গা। দল যখন যে সিদ্ধান্ত নিবে তা প্রকাশ্যেই নিবে। তিনি ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনগনের সম্পৃক্ততা বাড়াতে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, ডা. মনির হোসেন, শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ । এছাড়া ভার্চুয়াল মতবিনিময়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যোগদান করেন।
শনিবার, ১১ অক্টোবর ২০২৫

