‘সরকার পতনের সুযোগ নিয়ে হাইমচরে মাদক ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছে’

হাইমচর ব্যুরো : হাইমচরে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার শুভেচ্ছা বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দকে ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, ৫ আগষ্টের সরকার পতনের পর থেকে মানুষজন নিরাপত্তাহীনতায় ভোগছেন। সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে হাইমচর থানা পুলিশকে তাদের কার্যক্রম ও টহল আরও বাড়াতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। উপজেলা প্রশসসনকে সকল প্রকারের তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। তিনি বলেন, সরকার পতনের সুযোগ নিয়ে হাইমচরে মাদক ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমানসহ আটক করতে হবে। প্রয়োজনে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করবে। যে কোন মূল্যে উপজেলাকে মাদক মুক্ত করতে হবে।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার শাকিল খন্দকার, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, পানিসম্পদ অফিসার মোঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব আশরাফুল হাসান, হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদ, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলাম, দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাস সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, পল্লি বিদ্যুৎ অফিসার হাফিজুর রহমান, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

 

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন