হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফে মহাসমাবেশ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে ৩৭ তম পবিত্র ওরছে ইমামে রাব্বানী ও হিযবুর রাসূল দ. মহাসমাবেশ ৮ অক্টোবর বুধবার হাজীগঞ্জ ধেররা এলাকায় দরবার শরীফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী এর ৩৭ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরছে ইমামে রাব্বানী ও হিযবুর রাসূল দ. মহাসমাবেশ প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত শান-সওকাতে অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন ইমামে রাব্বানী দরবার শরীফের পীর, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় সূরা সদস্য ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

ওরছে ইমামে রাব্বানীতে বাইতুল মোকাদ্দাছ জামে মসজিদের খতিব উপাধ্যক্ষ মাওলানা মুফতী মোহাম্মদ আবুল হাশেম শাহ্ মিয়াজী ও মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সুপার মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দীর সঞ্চালনায় আলোচনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচীব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কো-চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী, যুগ্মমহাসচীব আল্লামা মোশারফ হোসেন হেলালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আল্লামা ড. মোহাম্মদ বোরহান উদ্দিন, আলোচিত বক্তা ও দরবারের খলিফা মুফতী আলাউদ্দিন জিহাদী, মাওলানা হাসানুর রহমান হোসাইনী, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শতাধিক ওলামায়ে কেরাম, দরবারের বড় শাহজাদা সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, শাহজাদা সৈয়দ নাছির শাহ্ মোজাদ্দেদী, শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী প্রমুখ।

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন