ফরিদগঞ্জে শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস পালিত

ফরিদগঞ্জ প্রতিনিধি :
মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার (১ মে) সকালে জাতীয় শ্রমিকলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় র‌্যালী ও আলোচনা সভ অনুুষ্ঠিত হয়েছে।

পরে শ্রমিকলীগের উপজেলা শাখার সভাপতি কাজী হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা কৃষকলীগের ভারপাপ্ত সভাপতি জহির হোসেন মিজি।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি আ. লতিফ খান, সহসভাপতি আবুল হোসেন, সমীর কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির মীর, জাকির খান, সাংগঠনিক সম্পাদ হেলাল রাঢ়ী, অর্থ সম্পাদক বাবুল পাটওয়ারী, পৌর শ্রমিকলীগের সভাপতি কাউছার কাজী ও সাধারণ সম্পাদক নুরুন্নবী সাউদ।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights