চাঁদপুরে দেড় হাজার কেজি পাঙ্গাসের পোনা জব্দ করেছে কোস্টগার্ড

সাদ্দাম হোসেন : চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে দেড় হাজার কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা জোন) লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, ১ মে সোমবার সকাল সাড়ে ৭ টায় চাঁদপুর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকার মেঘনা নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড, ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন‌ চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩টি পাঙ্গাস পোনা নিধনের চাঁইসহ আনুমানিক ১ হাজার ৫শ’ কেজি পাঙ্গাসের পোনার জব্দ করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে নিশ্চিত করেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights