ছেংগারচর পৌরসভা নির্বাচনে আ’লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকর রহমানের গণসংযোগ

সফিকুল ইসলাম রানা :

৩১ মে চাঁদপুরের ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর বইতে শুর করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যাস্ত হয়ে পরছে সম্ভাব্য প্রার্থীরা।

শুকবার ২ রা জুন দুপুরে গনসংযোগ করেন আ’লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর আ’লীগের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আতিকুর রহমান আতিক। তিনি ছেংগারচর বাজারের সকল ব্যবাসায়ী ও সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি বলেন,এ পৌরসভা নির্বাচনে আমি আ’লীগের মনোনয়ন প্রত্যাশী।আমি পৌর আ’লীগের সদস্য। তার চেয়ে বড় পরিচয় আমি আ’লীগের একজন কর্মী ও বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। আমার পুরো পরিবার আ’লীগ।

দলের নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছি, আছি এবং থাকবো। সততা, ন্যায় বিচার, এবং সাধারণ মানুষের সাথে ভালো যোগাযোগের রেখেছি।

‘আমি সেই কিশোর বয়সে ছাত্ররাজনীতি থেকে শুরু করে আসছি। আমি বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুম্যান্টস এন্ড হসপিটাল ইকুইপম্যান্ট ডিলার্স এন্ড ম্যানুফ্যাকচারর্স এসোসিয়েশনের ঢাকা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। এছাড়াও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলার একমাত্র সিদ্দিকা বেগম গার্লস হাই স্কুল সন (২০০৮-২০১৮) পর্যন্ত সভাপতি,লাইফ মেম্বারঃ সন্ধানী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের লাইফ মেম্বারের দায়িত্বে পালন করছি।

আমার শিক্ষাগত যোগ্যতাঃ বি.এস.সি। আমার পিতা মরহুম এ, কে এম সেকান্দর, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, চাঁদপুর জেলা শাখার সন (১৯৬৯-১৯৮৩) পর্যন্ত সভাপতি ছিল। আমার বড় ভাই মরহুম মোঃ খালিসুর রহমান (জাকির) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। আমার আরেক ভাই মোঃ মাহবুবুর রহমান-রেলওয়ে শ্রমিকলীগ, চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক: কমিউনিটি পুলিশ,অঞ্চল-৫, চাঁদপুরের দায়িত্বে আছেন।

তিনি আরো বলেন, দলের দুর্দিনেও পিছপা হইনি। নেতা-কর্মীদের দুঃসময়ে পাশে থেকেছি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। করোনাকালীন সময়েও সুবিধা বন্চিত মানুষের পাশে থেকেছি। সততা ও ন্যায় নীতির প্রশ্নে কখনো আপোষ করিনি।

বঙ্গবন্ধুর নীতি-আদর্শই আমার চলার পথের প্রেরণা। আমার বিশ্বাস দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমার দীর্ঘ ত্যাগ-তীতিক্ষা ও পরিশ্রমের মূল্যায়ন করে আমাকে দলীয় মনোনয়ন। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমি বিজয়ী হয়ে নেত্রী ও সাধারণ মানুষের আস্থার প্রতিদান দিতে পাড়বো ইনশাআল্লাহ।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights