মতলবে দুই সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :

মতলব দক্ষিণে পারিবারিক কলহের জের ধরে সেলিনা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত রোববার (৪ জুন) রাতে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াকন্দি গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জুন রোববার দিবাগত রাতে সেলিনা বেগমের সাথে তার স্বামী কাউসারের কথা কাটাকাটি হয়। পরে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন ৫ জুন সকালে ঘুম থেকে উঠে পাশের কামরায় ঘরের আড়ার সাথে সেলিনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্বামী কাউসার।

পরের পুলিশ এসে সেলিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেলিনা বেগমের ২টি কন্যা সন্তান রয়েছে।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights