চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরকারী আটক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে ছিরে ফেলেছে এক অজ্ঞাত ব্যক্তি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অফিস সহকারী বাদল গাজী এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেছে।

১১ জুন রোববার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাটানো ছবিটি ভাংচুর ও ছিরে ফেলার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ নিজে ঘটনাস্হল পরিদর্শন করেন।

অফিস সহকারী বাদল গাজীর সাধারন ডায়েরি সূত্রে জানাযায়, সে পারিবারিক কাজ থাকায় গত ৩ দিন অফিসে আসতে না পারায় গতকাল রোববার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে দেখতে পায় পতাকা স্ট্যান্ডে পাশে সাটানো জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কে বা কারা যেন ছিরে ফেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ দলীয় নেতা কর্মীদের অবগত করেন।

পরে সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করে দেখা যায় গত ৯ জুন বিকাল ৪ টায় এক অজ্ঞাত ব্যক্তি ছবিটি ছিরে ফেলে দিচ্ছে। চাঁদপুর মডেল থানার পুলিশ সেই অজ্ঞাত ব্যক্তিটিকে রোববার দুপুরে শহরের কালিবাড়ি এলাকা থেকে তাকে আটক করতে স্বক্ষম হয়েছে। তবে সে মাদকাসক্ত ও মানুষিক বিকারগ্রস্ত যুবক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করা আটক সেই যুবকের নাম খোকন। তার গ্রামের বাড়ি তরপুরচণ্ডি এলাকায় বলে জানা গেছে।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights