ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

ফরিদগঞ্জ অফিস:
সত্য প্রকাশে অবিচল এ ¯েøাগানকে সামনে রেখে চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পন উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটওয়ারী, সহ-সম্পাদক ডা. ইমাম হোসেন সৌরভ।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. মশিউর রহমান, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবালসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লবের সিনিয়র সদস্য মো.দেলোয়ার হোসেন বেলাল’র মায়ের জন্য দোয়া, অসুস্থ সাংবাদিকদেরসহ দৈনিক চাঁদপুর দিগন্তের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights