চাঁদপুরে ক্রেতা সেজে ডাবের দোকানে অভিযান : ৩ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক :
চাঁদপুরে ক্রেতা সেজে জেলা হাসপাতাল প্রাঙ্গনসহ শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ডাবের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অভিযোগে ৩ জন ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযান করেন।

তিনি বলেন, চাঁদপুর সদরের ৪ জায়গায়- বাস স্টান্ড,কালীবাড়ি,ছায়াবানীর মোড় এবং সদর হাসপাতালের সামনে ডাবের দাম ১২০/- থেকে ১৫০/- সাইজ ভেদে বিক্রি করছে।

এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে উত্তর আসল ৭০/- বা ৮০/- করে কেনা পড়ছে। তাহলে এই অযৌক্তিক দাম কেন?

হাসপাতালে অনেক রোগী ভর্তি যাদের জন্য ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্য দুরূহ হয়ে পড়ছে।

ভোক্তার স্বার্থ রক্ষার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩ জন ডাব বিক্রেতাকে ২৫০০/- জরিমানা আরোপ ও আদায় করে।

এসময় সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ টিম।

 

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights