মানসিক রোগ হ্যালুসিনেশন : হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রী শেলির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
কথিত আলাগায় ( জ্বিন ভূত এ বিশ্বাসী ) শেষ পর্যন্ত কেড়েই নিলো ২ সন্তানের জননী শেলি (২৬) এর প্রাণ।

শুক্রবার ৮ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর স্বামীর বাড়ির পুকুর থেকে শেলির মৃত লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী। শেলির বাবার বাড়ির একই উপজেলার রাজারগাঁও গ্রামে।

হাওলাদার বাড়ির রাকিব হাছানসহ একাধিক ব্যক্তি জানান, অনেকদিন ধরে শেলি অনেকটা মানসিকভাবে অসুস্থ। তার মাসহ অন্যরা বলছেন তাকে জ্বিনে ধরেছে চিকিৎসাও চলছে। মেয়ের অসুস্থের কথা শুনে তার মা লিপি বেগম মেয়ের দেখাশুনার জন্য জামাইয়ের বাড়িতে আসেন। এদিন শুক্রবার বেলা একটার দিকে শেলি তার নিজ মায়ের সামনে দিয়ে গোসল করতে পুকুরে নামে। এরপর থেকে পানিতে তিনি তলিয়ে যান বা ডুবে যান। প্রাথমিক দিকে বাড়ির লোকজন শেলিকে খুঁজতে পুকুরে নামে। পরে খবর দেয়া হয় দমকল বাহিনীর ডুবুরিদলকে।

হাজীগঞ্জ দমকল বাহিনীর নেতৃত্বে একদল ডুবুরি বেলা দুইটার দিকে হাওলাদার বাড়ির পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে শেলীকে মৃত অবস্থায় পায়।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার ষ্টেশানের সিনিয়র ষ্টেশান অফিসার ইকবাল হাসান জানান আমরা পুকুর নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

  এ বিষয়ে একজন চিকিৎসক জানান, গ্রামের মানুষ যাকে ‘আলগা’ বলে এটা আসলে হ্যালুসিনেশন। এই রোগে আক্রান্তরা অলৌকিক কিছুর উপস্থিতি টের পাওয়া, ভৌতিক শব্দ শোনা, অযৌক্তিক গন্ধ পাওয়া, মৃত মানুষের সঙ্গে কথা বলা, অলৌকিক কারও দ্বারা কিছু করতে বাধ্য হওয়া ইত্যাদি হ্যালুসিনেশনের উদাহরণ। হ্যালুসিনেশনে ভোগা অনেকেই শোনেন যে, তাকে কেউ মরে যেতে বলছে এবং অনেকে আত্মহত্যার চেষ্টাও করেন। হ্যালুসিনেশন কয়েক ধরনের হতে পারে।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights