গৃদকালিন্দিয়ায় সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে মিছিল সমাবেশ

মোঃ আনিছুর রহমান সুজন :
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগের জাতীয় পরিষদ এর সদস্য ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়ার সমর্থনে ফরিদগঞ্জে নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৃদকালিন্দিয়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিশাল মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশে ঘোষণা দিয়েছেন অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হলেও কোন আপত্তি নেই। তাছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ,মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পছন্দের প্রার্থী চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া। তাই আমাদের সকলের দাবী কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিেেসব নির্বাচন করবেন। আমরা মাঠে আমাদের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। কারণ দলের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও আপামোর জনসাধারণ আমাদের ভোট দেয়ার উন্মুখ হয়ে আছে। সাবেক এমপি মহোদয় সংসদ সদস্য থাকাকালিন যেভাবে এলাকায় এসেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, তাতে মানুষ তাকে আবারো এমপি হিসেবে পেতে উন্মুখ হয়ে রয়েছে। আপনারা সকলে আগামী ৭ জানুয়ারী প্রতিটি কেন্দ্রে ভোটারদেরক কেন্দ্রে নিয়ে এসে আমাদের প্রার্থীকে ভোট দানের জন্য কাজ করুণ।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কালু, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, রুহুল আমিন রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান রুহিন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কাহার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নন্দন চন্দ্র জয়, রূপসা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মুহিব, যুগ্মআহŸায়ক আবুসুফিয়ান রিটা, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম সৈকত, প্রচার সম্পাদক মহিনুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন