ছেলেদের ত্বক ভালো রাখতে জরুরি ৪ টিপস

নিউজ ডেস্ক :

অনেকে মনে করেন রুপচর্চা শুধু নারীদের জন্য। কথাটি একেবারেই সত্য নয়। নারী-পুরুষ সবার জন্যই প্রয়োজন ত্বকের যত্ন। ছেলেদের ত্বকের যত্নের কিছু পরামর্শ দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

 

আসুন জেনে নেই ছেলেদের ত্বকের যত্নে কি করবেন?

১.পুরুষের ত্বক নারীদের চেয়ে শক্ত হওয়ায় ধুলাবালি ও ময়লায় ত্বক দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ক্লিনজার। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক ভালো থাকে।

২. নিয়মিত দাড়ি শেভ করলে আপনাকে স্মার্ট লাগবে। গোসলের পর দাড়ি শেভ করা সবচেয়ে ভালো ও উপকারী।

৩. চোখের নিচের কালো দাগ হয়ে যায় অনেকের। যা একসময় পরিণত হয় বলিরেখায়। চোখের নিচে হাইড্রেটিং ক্রিম নিয়মিত লাগান।

৪. মুখের ত্বককে সূর্যের আলো থেকে বাঁচাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর রস্মি থেকে ত্বককে বাঁচিয়ে রাখে।

 

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights