অসুস্থ যুবলীগ কর্মীর পাশে হাইমচর উপজেলা যুবলীগ
হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলা যুবলীগের উদ্যোগে এক যুবলীগ নেতার চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান ও আরেক নেতার মৃত্যুতে তার পরিবারকে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুর ১২ টায় উপজেলার সদর আলগী বাজার যুবলীগ কার্যালয়ে অসুস্থ যুবলীগ কর্মী রুবেল ও নিহত জাহাঙ্গীর হোসেন এর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলেদেন হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মেম্বার শাহজাহান, ওমর ফারুক পলাশ, মতিন মুন্সী,গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাবু বেপারী, দেলোয়ার দেওয়ান, তাজুল ইসলাম গাজী, সেলিম রাড়ি, শামিম, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম বাবু, জুয়েল মৃধা, বেনিয়ামিন, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা ইমরান হোসেন সোহাগ, দেলোয়ার হোসেন সুমন খান, মোঃ রাসেল গাজী, নীলকমল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক মাঝি, যুগ্ম আহব্বায়ক আবু কালাম মাঝি ৫ নং হাইমচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য সাইফুল দেওয়াম, যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য মনির গাজী চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ যুবলীগ নেতৃবৃন্দ।