কচুয়ায় সাবেক এমপি আবুল হাছানাতের ১০ম মৃত্যু বার্ষিকী পালন
কচুয়া প্রতিনিধি :
বিএনপির মনোনয়নে চাঁদপুর ১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আবুল হাছানাতের ১০ ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল রবিবার মরহুমের পারিবারিক আয়োজনে বাদ জোহর তফিরা ছালেহিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্টিত হয়। অনুষ্টানে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, মরহুমের ভাই গোলাম মোস্তফা, কচুয়া উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান টিটু, মরহুমের ছোট ছেলে তৌকির আহমেদ, মহিন উদ্দিন মুন্সি, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ তামিম আশরাফ, হাফেজ মামুন, হাফেজ আবদুল কাদেও,হাফেজ মান্নান,হাফেজ বোরহান উদ্দিন, হাফেজ মাহমুদ, হাফেজ মারুফ, মাওলানা আবু মুছা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদরাসার প্যান্সিপ্যাল হাফেজ কুতুব উদ্দিন । একই দিনে বাদ আসর শ্রীরাম পুর মরহুমের নিজ বাড়ির জামে মসজিদে ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে।
এ সময় উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী রুহুল আমিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম টিটু, ৯নং কড়ইয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গাজী জুনায়েদ, ওয়ার্ড যুবদলের সভাপতি আহসান মরহুমের ছোট ছেলে তৌকির আহমেদ, ৯নং কড়ঃ ইউনিয়ন ছাত্রদলের ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল নোমানসহ অনেকে উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন মৌলভী আবুল হাছানাত।