কচুয়ায় হে অতীত কথা বলো বইয়ের মোড়ক উন্মোচন

কচুয়া প্রতিনিধি  :
কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী আকানিয়া-নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সম্মলিত ‘‘হে অতীত কথা বলো বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন করেন,রহিমানাগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনিরুজ্জামান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাস্টার আব্দুল খালেক পাটওয়ারীর সভাপতিত্বে ও কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন  (ভেলা)’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মোশারফ হোসেন,শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো.আব্দুল মালেক, রহিমানাগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী,আকানিয়া-নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ,প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনির হোসেন, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বিএসসি, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, মনোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের,আইনগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ‘‘হে অতীত কথা বলো বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Loading

শেয়ার করুন