কচুয়ার মাসনিগাছা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের পরিমাণ ৪০ লক্ষ টাকার উপরে

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুড়ে যাওয়া ব্যবসায়ীরা জানান।

সরে জমিন গিয়ে জানা গেছে মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) রাত ১১ টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সুত্রপাত ঘটে। কচুয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে, ততক্ষনে মোঃ জসিম উদ্দিনের ’মাহি” নামের হোটেল ক্ষতির পরিমান প্রায় ৭ লক্ষ টাকা, ডাঃ হাবিবুর রহমান কাজলের মিয়াজী ফার্ম্মেসী ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা, মোঃ আরিফের বৈদ্যতিক মালামালের গোডাউন প্রায় ১৫ লক্ষ টাকা, মোঃ সেলিম খন্দকারের ফার্ণিচারের দোকান প্রায় ১২ লক্ষ টাকা, ও মাওলানা আবু সাঈদের রাইস মিল ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকার মালামাল সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে মাসনিগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবদুল মান্নান পাটওয়ারী জানান আগুন লেগে যে পরিমান ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের, তা ৫ বছরেও ব্যবসায়ীরা ব্যবসা করে তুলতে পারবে না। তিনি ব্যবসায়ীদের এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারী সাহায্য কামনা করছেন।

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন