ঘুর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবেলায় মতলব উত্তরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তরে ঘূর্ণিঝড় ‘মোখা’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ মে বিকেলে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে এ জরুরি সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র সরকার,,ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইন্জি- রেজাউল করিম,মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, কোস্ট গার্ডের প্যাটি অফিসার মোহাম্মদ কামাল হোসেন,ওয়ার হাইস ইনন্সপেক্টর জাকির হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় আমাদের সচেতন হতে হবে। সচেনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করতে হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও সাংবাদিকরাও বিশেষ ভূমিকা রাখতে পাড়ে।
উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হবে। শোকনা খাবার, বিশুদ্ধ পানি,বা পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ওরস্যালাইন, মোমবাতিসহ নিত্যপন্য দ্রব্য মজুত রাখতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী গাছপালা ভেঙ্গে রাস্তায় পরে গেলে দ্রুত সড়ানোর ব্যবস্থা করতে হবে। সরকারের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসতে হবে।