চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম রনির সুস্থতা কামনায় হাইমচরে দোয়া

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ ইব্রাহীম রনির শারীরিক সুস্থতা কামনা করে হাইমচরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 ২৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সাংগঠনিক কার্যালয়ে সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপুর সভাপতিত্বে ও পত্রিকার উপজেলা প্রতিনিধি হাসান আল মামুনের সঞ্চালনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতীব মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ।

দোয়া চেয়ে সাংবাদিক হাসান আল মামুন বলেন, চাঁদপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, লেখক, কলামিস্ট ও সাংবাদিক ইব্রাহীম রনির শারীরিক সুস্থতা কামনায় আজকের আয়োজিত এ দোয়া মাহফিল। মহান আল্লাহ যেনো তাঁকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন এজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোঃ নাজিউর রহমান, মোঃ লিটন সিকদার, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহাঙ্গীর সিকদার, সহ সভাপতি জি এম জহির, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

Loading

শেয়ার করুন