ছেংগারচর পৌরসভার কাউন্সিলর প্রার্থী সবুজ বেপারী এর মতবিনিময় সভা
সফিকুল ইসলাম রানা।
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সবুজ বেপারী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২জুন) বাদ আসর ছেংগারচর পৌর সভার ১নং ওয়ার্ডের জোরখালি গ্রামে এলাকাবাসীর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সবুজ বলেন, তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি জনগণের মনোনীত প্রার্থী । তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই।
তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন,সবার শেষে ১ নং ওয়ার্ডের পৌরসভার ছেংগাচর বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।