দারুসসুন্নাত হোসাইনিয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় ছবক ও পুরস্কার প্রদান
হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুরের হাইমচর উপজেলার দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসায় ২০২৪ শিক্ষাবর্ষের ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের উত্তর চরভাঙ্গা দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসা মাঠে ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সভাপতি, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুসলিম গাজী, ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, কাটাখালী হামিদিয়া আলিম সিনিয়র দাখিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হারুনুর রশীদ, আব্দুস সালাম জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল মালেক, খাগড়াছড়ির মাদ্রাসার প্রভাষক মাওলানা ইদ্দিস আলী প্রমুখ।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
এসময় গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান, উপজেলা প্রেসক্লাব সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুকসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ছবক প্রদান ও নবীনবরণ শেষে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ায় ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।